ঢাকার রূপগঞ্জে প্রায় তিন লক্ষ মানুষ চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। পানিতে তলিয়ে গিয়েছে প্রায় ৩০টি এলাকা। জলাবদ্ধতা এখন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীদের মতে, তারাবো পৌরসভার ভেতরের পানি নিষ্কাশনের খালগুলো সংস্কার করা হলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সম্ভব।সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, উপজেলার তারাবো পৌরসভা ও আশপাশের প্রায় ৫০ হাজার মানুষ পানি-বন্দি অবস্থায় রয়েছেন। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। বিশুদ্ধ পানির সংকট, রাস্তাঘাট ডুবে যাওয়া, গবাদি পশু সরিয়ে নেওয়া এবং বাঁশের মাচায় বসবাসের মতো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসীরা অভিযোগ করেন, বৃষ্টি হলেই তাদের বাড়িঘরে হাঁটু থেকে কোমর-সমান পানি জমে যায়, রান্না করা যায় না, বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। স্কুলে যাওয়া, অফিসে যাওয়া এবং রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বাধ্য হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন কিংবা বাঁশের মাচায় বসবাস করছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, 'গত ১১ মাসে ৮টি খাল উদ্ধার করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমি মনে করছি।'
এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রাকিবুল আলম রাজিব বলেন, 'জলাবদ্ধতার মূল কারণ হলও দখলকৃত পানি নিষ্কাশন খাল। বিশেষ করে তারাবো পৌরসভার খালগুলো শিল্প প্রতিষ্ঠানের দখলে চলে যাওয়ায় পানি বের হতে পারছে না। খাল উদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।'